ইউটিউব এড
ভিডিও কনটেন্ট তৈরি
ভিডিও অপ্টিমাইজেশান
চ্যানেল অপ্টিমাইজেশান
সাধারণত মার্কেটিং হলো কোন পণ্যের প্রচারণা। ইন্টারনেট তথা অনলাইনে যে মার্কেটিং করা হয় তা ডিজিটাল মার্কেটিং নামে পরিচিত। আর ডিজিটাল মার্কেটিং এর অন্যতম শাখা হলো ইউটিউব মার্কেটিং।অতএব এ কথা বলা যায় যে, ইউটিউব চ্যানেল এ ভিডিও আপলোড এর মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য অথবা সেবার প্রচারণা করার নামই হলো ইউটিউব মার্কেটিং।
এটি দুই ধরণের হতে পারে। নিজে পণ্য বা সেবা সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোড দিয়ে প্রচার করা অথবা অন্য কারো দ্বারা টাকার বিনিময়ে চাহিদা মাফিক প্রচারণা করানো। সরাসরি ইউটিউব এ টাকা প্রদানের মাধ্যমে ইউটিউব মার্কেটিং করা যায়।
ইউটিউব এ ভিডিও দর্শক বাড়ানোর অন্যতম মাধ্যম হলো ইউটিউব অ্যাডস। কম সময়ে কম খরচে সুনির্দিষ্ট দর্শক পেতে আপনি ইউটিউব অ্যাডস এর ব্যবহার করুন।
সাধারণত ইউটিউব এ কোন ভিডিও দেখার সময় মাঝে মাঝে বিভিন্ন অ্যাডস দেখতে পাই। ইউটিউব এ টাকার বিনিময়ে আপনার চ্যানেল ও ভিডিওগুলো অ্যাড আকারে প্রমোট করতে পারেন। ইউটিউব অ্যাডস এর ব্যবহার করে আপনি খুব দ্রুত সময়ে কাঙ্খিত দর্শক পেতে পারেন।
গুগল সার্চ ইঞ্জিনের পরের অবস্থানেই আছে এই ইউটিউব সার্চ ইঞ্জিন, যেখানে বিশ্বের প্রায় সব মানুষই প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে সার্চ করে থাকে। বিনোদন বলুন কিংবা শিক্ষণীয় কোনো বিষয়, এমন কী নেই ইউটিউবে?
যেহেতু ভিউয়ারা তাঁদের নিজেদের চাহিদা অনুযায়ী খুব সহজেই Youtube এ সব ধরনের ভিডিও পেয়ে যান, মূলত এই কারণেই ইউটিউবে এতো এতো মানুষের আনাগোনা।
তাই ইউটিউবে মানুষের এই সক্রিয়তাটাকেই কাজে লাগিয়েই নিজেদের পণ্য কিংবা সার্ভিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পথ অবলম্বন করেছেন অনেক সফল ব্যবসায়ী।
তবে একটি কথা আমাদের মনে রাখা জরুরী ভিডিও মার্কেটিং বলতে শুধুমাএ একটি ইউটিউব চ্যানেলে তৈরি করে সেখানে ভিডিও আপলোড করাকে বলে না। ভিডিও মাধ্যমে মার্কেটিং করার জন্য আপনাকে প্রচুর পরিমানে ক্রিয়েটিভ হতে হবে এবং সেই সাথে অনেক মার্কেটিং টেকনিক অনুসরণ করতে হবে ।
হয়তো ভাবছেন ব্যবসার চাপ সামলে এত সব কাজ কিভাবে করবেন কিংবা নির্ভর যোগ্য প্রতিষ্ঠানই বা কোথায় পাবেন?
আপনার ব্যবসাকে সচল রাখতে ইনস্টাগ্রাম এর সকল গাইডলাইন মেনে তথ্য নির্ভর ইউটিউব মার্কেটিং এর যুগান্তকারী সমাধান নিয়ে মার্কেটিং ৩৬০° এলো আপনার পাশে। আমাদের এই কমপ্লিট সার্ভিসে আপনি পাবেন ব্যবসার ধরণ অনুযায়ী সকল প্রকার সল্যুশন।
ইউটিউব মার্কেটিং এর উপকারিতা
YouTube এ আপলোড করা ভিডিও গুলোতে google search থেকে প্রচুর পরিমানে ইউজার আসতে থাকবে।
YouTube এর মাধ্যমে আপনি নিজের ব্যবসাকে আন্তর্জাতিক ভাবে মার্কেটিং করতে পারবেন।
সহজে YouTube ads এর মাধ্যমে লক্ষ্যবস্তু গ্রহক পেয়ে যাবেন। এবং নিজের পণ্যকে প্রমোট করতে পারবেন
বর্তমানে ইন্টারনেটে ভিডিও কন্টেন্ট এর জনপ্রিয়তা বেশি, সেকারণে ভিডিও মার্কেটিং করাটা অনেক লাভজনক।
আপনার ভিডিওর যদি একটি নিদির্ষ্ট সংখ্যক দর্শক থাকে, ইউটিউব আপনাকে অর্থ প্রদান করবে।
বর্তমানে ইন্টারনেটে ভিডিও কন্টেন্ট এর জনপ্রিয়তা বেশি, সেকারণে ভিডিও মার্কেটিং করাটা অনেক লাভজনক।
আরো জানতে ফ্রি কল ব্যাক রিকোয়েস্ট করুন
আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে