ইমেজ এড
স্টোরী এড
ভিডিও এড
ক্যারোসেল এড
আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বর্তমানে কিছু না কিছু ব্যবসাতে সংযুক্ত হয়ে রয়েছেন। আমরা প্রত্যেকেই জানি যে, একটি ব্যবসা (business), product বা service এর প্রচার ও মার্কেটিং করাটা অনেক জরুরি। Business এর marketing না করলে, আপনার business বা product এর বিষয়ে লোকেরা কখনোই জানতে পারবেননা। আর, যখন আপনার product / service এর বিষয়ে লোকেরা জানতেই পারছেননা, তাহলে সেগুলো বিক্রি ও জনপ্রিয় হবে কিভাবে ?
যেকোনো ব্যবসার মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের এমন একটি জায়গা, প্লাটফর্ম বা মাধ্যম এর প্রয়োজন, যেখানে business / products এর ওপর রুচি রাখা লক্ষবস্তু গ্রাহক (customers) বা লোকেরা রয়েছে । আর যেকোনো ব্যবসার জন্যে এই ধরণের লক্ষবস্তু গ্রাহক আমরা সহজেই পেয়ে থাকি online social media platform গুলোতে। ইন্টারনেটের জনপ্রিয়তা ও প্রচলন অধিক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, ইন্টারনেট ব্যবহার করা লোকেদের সংখ্যা প্রত্যেক বছরে প্রায় হাজার গুনে বৃদ্ধি পাচ্ছে। এর সাথে সাথে ইনস্টাগ্রাম এর মতো জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর ব্যবহারও হাজার গুনে বৃদ্ধি পেয়েই থাকছে।ফলাফল স্বরূপ আমরা ইনস্টাগ্রাম (Instagram) এর মধ্যে থাকা হাজার লক্ষ ইউজারদের কাছে, আমাদের product বা service এর প্রচার বা মার্কেটিং অনলাইনে ঘরে বসেই করতে পারি। আর ইনস্টাগ্রাম এর মাধ্যমে করা ব্যবসার মার্কেটিং এর এই প্রক্রিয়াটিকেই বলা হয় “সোশ্যাল মিডিয়া মার্কেটিং” . এর একটি অংশ ।
ইনস্টাগ্রাম মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি পার্ট। এটি ডিজিটাল মার্কেটিং এর একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ পার্ট।ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ঘরে বসে থাকা অসংখ্য লক্ষবস্তু গ্রাহকদের কাছে নিজের পণ্যের প্রচার করা। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয় business, products বা brand এর সাথে জড়িত বিভিন্ন images, videos বা text কনটেন্ট। আরো বলা যায়, যখন আমরা ইনস্টাগ্রামের একাউন্ট বা প্রোফাইল ব্যবহার করে ফটো, ভিডিও বা স্ট্যাটাস এর মাধ্যমে কোনো পণ্য বা ব্যবসার প্রচার করে থাকি তখন সেই প্রক্রিয়াটি হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে আছে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান, উদ্যোক্তা, ব্র্যান্ড, অন্যান্য ব্যবহারকারী। প্রত্যকেই তাদের নিজস্ব কাজগুলো ইনস্টাগ্রামে করে যাচ্ছে। আপনিও আপনার পণ্য বা সেবাকে এখানে মার্কেটিং করে প্রচুর পরিমানে গ্রাহক পেয়ে যাবেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে ফেসবুক এরপর ইনস্টাগ্রাম ই সবচেয়ে জনপ্রিয়। আর সোশিয়াল মিডিয়া মার্কেটিং ছাড়া একটি ব্যবসায়ের গ্রোথ কল্পনাও করা যায় না। কেননা আপনার ব্যবসায়ের লক্ষ লক্ষ কাস্টমার সোশ্যাল মিডিয়ায় যুক্ত। এক্ষেত্রে আপনি সহজেই তাদের কাছে আপনার পণ্য সম্পর্কে জানাতে পারতেছেন। ফেসবুক অনেক বেশি ব্যবহারকারী তাই অনেক সময় সঠিক গ্রাহকদের টার্গেট করেও ভালো ফলাফল পাওয়া যায় না। কিন্ত ইনস্টাগ্রাম এ তুলনামূলক কম ব্যবহারকারী হওয়ায় ভালো ফলাফল পাওয়া যায়।
উদাহরণস্বরূপ:
ধরুন, আপনার একটি কসমেটিকস এর দোকান বা ব্যবসায় রয়েছে। তাহলে এখন আপনি ইনস্টাগ্রামের একটি প্রোফাইল তৈরী করে নিলেন। এবং ইনস্টাগ্রামের যেই বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো এপ্লাই করে আপনি খুব সহজেই আপনার কসমেটিকস এর দোকান বা ব্যবসায়ের সম্পর্কে লোকদের জানিয়ে দিতে পারবেন।
যেমন আপনি চাইলে আপনার কসমেটিকস এর মধ্যে ভালো মানসম্মত এবং মার্কেটে যেগুলোর চাহিদা রয়েছে ,মানে audiense সের চাহিদা অনুযায়ী আপনি শেয়ার করে আপনি লোকদের কেনার প্রতি আগ্রহী করতে পারেন।
যেমন সুন্দর সুন্দর এবং নতুন ডিজাইনের কানের দুল ,নতুন ডিজাইনের হাতের বালা এবং এরকম বিভিন্ন নতুন নতুন পণ্য ফটো বা ভিডিও এর মাধ্যমে শেয়ার করতে পারেন এতে যেমন আপনার দোকান বা ব্যবসায়ের সম্পর্কে মানুষ জানবে ,পরিচত হবে তেমনি আপনি প্রচুর পরিমানে কাস্টমার পাবেন।
শুধু কসমেটিকসেই নয় আপনি যেকোনো ব্যবসায় বা পণ্যের প্রচার করতে পারেন আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে।
ইনস্টাগ্রাম মার্কেটিং করার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। ইনস্টাগ্রাম মূলত সবটাই চোখের দেখার ওপর নির্ভরশীল একটি প্লাটফর্ম। তাই ইনস্টাগ্রাম এ আপনাকে খুবই সৃজনশীল এবং আকর্ষণীয় ভাবে কন্টেন্ট পাবলিশ করতে হবে। যদি ও আপনি আপনার ব্যবসায় বা প্রোডাক্ট বা সার্ভিস এর বিষয়ে পোস্ট আপনাকে করতে হবে, তথাপি আপনাকে প্রচুর creative হয়ে image ,videos, infographics ,animations তৈরী করতে হবে যাতে ফলোয়ার্স রা আপনার সার্ভিসের ওপর আকৃষ্ট হয়। আর product promotion এর জন্য product এর image ,sharp clear এবং HD publish করাটা অত্যন্ত জরুরি।
হয়তো ভাবছেন ব্যবসার চাপ সামলে এত সব কাজ কিভাবে করবেন কিংবা নির্ভর যোগ্য প্রতিষ্ঠানই বা কোথায় পাবেন?
আপনার ব্যবসাকে সচল রাখতে ইনস্টাগ্রাম এর সকল গাইডলাইন মেনে তথ্য নির্ভর ইনস্টাগ্রাম মার্কেটিং এর যুগান্তকারী সমাধান নিয়ে মার্কেটিং ৩৬০° এলো আপনার পাশে। আমাদের এই কমপ্লিট সার্ভিসে আপনি পাবেন ব্যবসার ধরণ অনুযায়ী সকল প্রকার সল্যুশন।
ইনস্টাগ্রাম এড মার্কেটিং
ইনস্টাগ্রাম এ ও আপনি ফেসবুক এর মতো টাকা দিয়ে advertisment করতে পারেন। আপনি নিজের পোস্ট বা কনটেন্ট গুলোকে paid promotion এর মাধ্যমে অধিক টার্গেটেড অডিয়েন্স দেড় কাছে আপনার ব্যবসায়ের প্রচার করতে পারেন কিন্তু এর বিনিময়ে ইনস্টাগ্রাম কে আপনার কিছু টাকা দিতে হবে।
তবে ইনস্টাগ্রাম paid promotion বা paid advertisment তখনি করা ভালো যখন আপনার অনেক কম ফলোয়ার্স থাকবে। এ ছাড়া ও আপনি paid advertisment এর মাধ্যমে আপনি বিভিন্ন অপশন সহ লক্ষবস্তু কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করতে পারবেন।
এছাড়াও instagram ad এর মাধ্যমে আপনারা বিভিন্ন advertisement চালু করতে পারবেন।
ইমেজ এড
ভিডিও এড
স্টোরী এড
কালেকশন এড
এক্সপ্লোর এড
শপিং এড
ক্যারোসেল এড
রিলস এড
আরো জানতে ফ্রি কল ব্যাক রিকোয়েস্ট করুন
আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে