এডস ক্যাম্পেইন
এড ক্লিক
এড ইম্প্রেশন
ব্যান্ড টেকওভার এড
বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম হল Google Ads মার্কেটিং প্ল্যাটফর্ম। ছোট-বড় কোম্পানি বা যেকোনো ধরনের ব্যবসায়ী এখন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তাদের প্রথম পছন্দ হিসেবে গুগলকে বেছে নিচ্ছে। কারণ গুগল ইন্টারনেটের ৯০ শতাংশ দখল করে নিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট কোম্পানি ব্যবসায়ীদের জন্য অনেক টুল নিয়ে এসেছে। একজন ব্যবসায়ী বা কোম্পানির জন্য যা যা প্রয়ােজন তার সবই রয়েছে গুগল এড মার্কেটিং প্লাটফর্ম এর মধ্যে। এই প্ল্যাটফর্মে, আপনি অর্থের বিনিময়ে বিজ্ঞাপন বা প্রচারণা সহ বিভিন্ন পরিষেবা উপভোগ করতে পারেন। বিশ্বের যে কেউ তাদের ব্যবসা বা যেকোনো কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারে। ব্যবসায়ীরা ব্যবসার প্রচারের জন্য অনলাইন ব্যবহারকারীদের কাছে তাদের সংক্ষিপ্ত বিজ্ঞাপন, অফার, পণ্য বা পরিষেবা তালিকা বা ভিডিও প্রদর্শন করতে এর মাধ্যমে বিড করতে পারে। তাই Google Ads হল Google এর একটি পরিষেবা যার মাধ্যমে অনলাইন ব্যবহারকারীদের কাছে ডিজিটাল মার্কেটিং করা হয়। বর্তমানে, এর প্রতিদ্বন্দ্বী ফেসবুক, তবে এখন পর্যন্ত গুগল বিজ্ঞাপন শীর্ষে রয়েছে ।
Google Ads প্ল্যাটফর্ম দিয়ে যে ধরনের মার্কেটিং করা যায়
ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মার্কেটিং প্ল্যাটফর্ম হল Google Ads মার্কেটিং সার্ভিস। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং করছেন। ছোট-বড় প্রায় সব কোম্পানিই এখন google ads কে ডিজিটাল মার্কেটিং-এর অগ্রভাগে রাখে।
এই প্ল্যাটফর্মের প্রধান সুবিধা হল আপনি যেকোনো ধরনের ব্যবসার জন্য মার্কেটিং এর সুবিধা পাবেন। ই-কমার্স, সেলস, লিডস, ওয়েবসাইট ভিজিটর, পণ্য এবং ব্র্যান্ড, অ্যাপ মার্কেটিং এবং স্থানীয় ব্যবসা ইত্যাদি Google Ads এর মাধ্যমে সব ধরনের মার্কেটিং-এর জন্য বিজ্ঞাপন বা প্রচারণা তৈরি করতে পারবেন।
Google Ads এ বিজ্ঞাপন দিতে কত খরচ হয়?
গুগলের মাধ্যমে মার্কেটিং করতে আপনি কত টাকা খরচ করবেন তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। 5 ডলার দিয়ে শুরু করে কোটি কোটি ডলার খরচ করে মার্কেটিং করতে পারবেন। Google Ads-এর মাধ্যমে বিজ্ঞাপনের খরচ সাধারণত CPC, CPM বা CPS দ্বারা নির্ধারিত হয়। আপনি যেভাবে খরচ সেট করেন না কেন, নিয়ন্ত্রণ আপনার হাতেই। আপনি যদি CPC অর্থাৎ বিজ্ঞাপনের প্রতি ক্লিকের খরচ নির্ধারণ করেন তাহলে Google সেই অনুযায়ী টাকা কেটে বিজ্ঞাপনটি দেখাবে।
এখানে আপনি বিজ্ঞাপনের জন্য 100 ডলার ব্যয় করতে পারেন এবং আপনি 1 মিলিয়ন ডলার বিজ্ঞাপনের জন্যও ব্যয় করতে পারেন, এটি আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রত্যেক কোম্পানির মত আপনার ব্যবসার পরিধি অনুযায়ী বিজ্ঞাপন খরচ করুন। অনেক কোম্পানি আছে যারা প্রতি মাসে বিলিয়ন ডলার বিজ্ঞাপন করে। আবার কিছু ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা প্রতি মাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকার বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন এমনভাবে ব্যয় করা উচিত যাতে ব্যবসার খরচ, সাফল্য এবং লাভের ভারসাম্য বজায় থাকে।
হয়ত ভাবছেন ব্যবসার চাপ সামলে এত সব কাজ কিভাবে করবেন কিংবা নির্ভর যোগ্য প্রতিষ্ঠানই বা কোথায় পাবেন? আপনার ব্যবসাকে সচল রাখতে গুগল এডস এর সকল গাইডলাইন মেনে তথ্য নির্ভর গুগল এডস মার্কেটিং এর যুগান্তকারী সমাধান নিয়ে মার্কেটিং ৩৬০° এলো আপনার পাশে। আমাদের এই কমপ্লিট সার্ভিসে আপনি পাবেন সকল প্রকার সল্যুশন।
আরো জানতে ফ্রি কল ব্যাক রিকোয়েস্ট করুন
আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে