পেইড ইমেইল মার্কেটিং
ব্র্যান্ড এওয়ারনেস
পণ্য বিক্রয়
লিড (Lead) তৈরি
ই-মেইলকে ব্যবহার করে কমার্সিয়াল মেসেজ প্রেরণের মাধ্যেমে সেলস জেনারেট করার প্রক্রিয়াকে বলা হয় ই-মেইল মার্কেটিং। এটি একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। যার মাধ্যমে টার্গেটেড কাস্টমারের কাছে সরাসরি কোন পন্যের বিজ্ঞাপন দেওয়া যায়। এই ই-মেইল গুলো অনেক কিছু বহন করে- যেমন প্রয়োজনীয় তথ্য, কোম্পানির খবর, বিজ্ঞাপন, স্পেশ্যাল অফার, এবং সেলস মিটিং এর নিমন্ত্রন পত্র সহ আরো অনেক কিছু। আপনি মাঝে মাঝেই খেয়াল করলে দেখবেন, আপনার ইমেইলে বিভিন্ন জায়গা থেকে ইমেইল আসছে, আর সেই ইমেইলের মধ্যে বিভিন্ন পণ্যের ছবি এবং কেনার জন্যে একটি বাটন থাকে। আপনি সেই বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট একটি ওয়েবসাইটের ওই পেজে চলে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সেলস ফানেল তৈরি করে আপনি ইমেইল মার্কেটিং করা হয় । ডিজিটাল মার্কেটিং এর বাদ বাকি যেসব সেক্টর রয়েছে সেগুলোতে মার্কেটিং করে সরাসরি কাস্টমারের কাছে রিচ করার কোন সুযোগ নেই। শুধু মাত্র ই-মেইলের মাধ্যমে সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করা যায়। এজন্য ইমেইল মার্কেটিং কে বলা হয়ে থাকে সবচেয়ে কার্যকর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি।
ই-মেইল স্টাইল ,যেগুলো মার্কেটিং এর জন্য স্পেশালি ব্যবহার করা হয়।
ওয়েলকাম ইমেইল
এবান্ডন্ট কার্ট ইমেইল
ট্রানজেকশনাল ইমেইল
রিওয়ার্ড ইমেইল
ফ্ল্যাশ সেইল ইমেইল
হয়তো ভাবছেন ব্যবসার চাপ সামলে এত সব কাজ কিভাবে করবেন কিংবা নির্ভর যোগ্য প্রতিষ্ঠানই বা কোথায় পাবেন? আপনার ব্যবসাকে সচল রাখতে ই-মেইল এর সকল গাইডলাইন মেনে তথ্য নির্ভর ই-মেইল মার্কেটিং এর যুগান্তকারী সমাধান নিয়ে মার্কেটিং ৩৬০° এলো আপনার পাশে। আমাদের এই কমপ্লিট সার্ভিসে আপনি পাবেন সকল প্রকার সল্যুশন।
আরো জানতে ফ্রি কল ব্যাক রিকোয়েস্ট করুন
আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে